চট্টগ্রাম অঞ্চলের টেকনাফ নৌ পুলিশের অভিযানে জব্দ অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম অঞ্চলের টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ৩৫ হাজার ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। এসব জালের আনুমানিক দাম ১০ লাখ টাকার বেশি।

নৌপথের নিরাপত্তা ও মৎস্যসম্পদ রক্ষায় টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদী ও এর বিভিন্ন শাখানদীতে এসব অভিযান পরিচালনা করেন।

নৌ পুলিশ জানায়, টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ হাজার ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। এসব জালের আনুমানিক দাম ১০ লাখ ৫৯ হাজার টাকা। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।