পুলিশের হেফাজতে আটক মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের মধ্যনগর থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।

আটক মাদক কারবারির নাম মো. সুলতান (৪৫)। তিনি মধ্যনগর থানার খালিসাকান্দা (নোয়াপাড়া) গ্রামের মৃত হাবিজ মিয়ার ছেলে।

মধ্যনগর থানা-পুলিশের একটি টিম গতকাল বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর বাজারের কাঠপট্টি পার্শ্ববর্তী উবদাখালী নদীর পাড়ে অভিযান চালিয়ে সুলতান মিয়াকে আটক করে। এ সময় তাঁর কাছে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এই ঘটনায় সুলতানের বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।