পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) চান্দগাঁও থানাধীন কাপ্তাই সড়কের মেহেরাজ খান চৌধুরী ঘাটের তিনরাস্তার মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. নিজাম (২৮) ও মো. আকবর (১৯)।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মোনাফ জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।