পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

বমি পার্টির দুজনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার সদস্যরা।

বুধবার (২২ মে) রাজধানীর কাফরুল ও নোয়াখালীর সুধারাম থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আনোয়ার হোসেন সোহাগ (৩৯) ও মো. সাহাব উদ্দিন (৪০)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজ্জাকুল ইসলাম জানান, ৬ মে এক বাসযাত্রীর গায়ে বমি করে কৌশলে ব্যাগ কেটে টাকা চুরি করেন আসামিরা। এ ঘটনায় ৮ মে মামলা করেন ভুক্তভোগী। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।