পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগ।

বুধবার (২২ মে) নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল মোড়ের সাবের টাওয়ার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিএমপি ডিবির (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।