সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা-পুলিশের অভিযানে চিনিসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা-পুলিশের বিশেষ অভিযানে ২৩০ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে দোয়ারাবাজার থানাধীন বালিউড়া এলাকা এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে একটি ট্রাক থেকে ১৫০ বস্তা ভারতীয় চিনি এবং একটি নেভি ব্লু রঙের পিকআপ থেকে ৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

ওই কিশোরের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।