পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার সদস্যরা।

বুধবার (২২ মে) নগরীর কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডের এস আলম বাস ডিপো-সংলগ্ন কর্ণফুলী নদীর তীর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সোহেল ওরফে ঢাকাইয়া সোহেল (৩০), বেলাল হোসেন ওরফে মাইকেল (৩৭), মো. তুষার (১৯) ও মো. রুবেল (২২)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।