অবৈধ কারেন্ট জাল জব্দ করছে নিঝুম দ্বীপ নৌ পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

নৌপথের নিরাপত্তা ও মৎস্যসম্পদ রক্ষায় নোয়াখালীর নিঝুম দ্বীপ নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৯৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিভিন্ন নদী থেকে এসব জাল জব্দ করা হয়।

নিঝুম দ্বীপ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার, ফোর্সসহ মেঘনা নদী এবং এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে আনুমানিক ৯৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা। পরে জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।