সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে নৌ পুলিশ অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। সুনামগঞ্জের জামালগঞ্জ থানা এলাকা থেকে ২২ মে (বুধবার) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. শাহ আলম (৩৮) ও হিরা মনি (২৫)।

নৌ পুলিশ জানায়, সুনামগঞ্জের জামালগঞ্জ থানা এলাকার লালপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে রাত সাড়ে ৮টার দিকে জামালগঞ্জ থানার মান্নানঘাট বাজারে অভিযান চালিয়ে শাহ আলম ও হিরা মনিকে ১৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। জব্দ করা এসব গাঁজার আনুমানিক দাম ২ লাখ ৭২ হাজার টাকা।