উদ্ধার করা অবৈধ জালের কয়েকটি বস্তা। ছবি: বাংলাদেশ পুলিশ

প্রায় ৭ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করল নারায়ণগঞ্জ অঞ্চলের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম গতকাল অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।

উদ্ধার করা জালের আনুমানিক মূল্য ২ কোটি ১৩ লাখ টাকা।

এ ছাড়া ১ জন আসামির বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।

উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।