এপিবিএনের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকার উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকা থেকে গতকাল বুধবার মো. হারুন-উর-রশিদ (৩৮) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে ১২ এপিবিএনের ইন্টেলিজেন্স টিমের সদস্যরা সংবাদ দেন, টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় একজন মাদক কারবারি গোপনে মাদকদ্রব্য বেচাকেনা করছেন। তাৎক্ষণিক এ ব্যাটালিয়নের অপারেশন টিম ইনচার্জ সহকারী পুলিশ সুপার মো. ইফতেখার হাসান পিপিএম (বার) এর নেতৃত্বে একটি টিম টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি মো. হারুন-উর-রশিদকে গ্রেপ্তার করে।

উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।