২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)
অভিযান চালিয়ে ৪৫টি হারানো মোবাইল ফোন এবং নগদ ও বিকাশ অ্যাকাউন্টে ভুল করে চলে যাওয়া ৮১ হাজার টাকা উদ্ধার করেছে।

২ এপিবিএন বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের নির্দেশে সাইবার সেল মোবাইল হারানো জিডির কপি সংগ্রহ করে অভিযান পরিচালনা করে মোট ৪৫টি মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৮৭ হাজার ১৪২ টাকা।

বিকাশ ও নগদ অ্যাকাউন্টে ভুলক্রমে চলে যাওয়া টাকাসংক্রান্ত জিডির কপি সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল নগদ ও বিকাশের মোট ৪টি অ্যাকাউন্টে ভুলক্রমে চলে যাওয়া মোট ৮১ হাজার টাকা উদ্ধার করে।

পরে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়কের (অতিরিক্ত ডিআইজি) উপস্থিতিতে বিভিন্ন কোম্পানির ৪৫টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে ভুলক্রমে চলে যাওয়া টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সহকারী পুলিশ সুপার (সদর), পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) অপারেশন্স শাখা, পুলিশ পরিদর্শক (অ্যাডজুটেন্ট) এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই (নিরস্ত্র) প্রমুখ উপস্থিত ছিলেন।