পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগ।

গত সোমবার (২১ মে) নগরীর পাঁচলাইশ থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. রাসেল (৩৫), মো. আলমগীর (৩৫), মো. সাজেদুল ইসলাম (৪৫), মো. হুমায়ুন কবির (২৮), ফখরুল আলম (৩৫), মো. হানিফ (৪০) ও মো. রানা (২৮)।

সিএমপি ডিবির (উত্তর ও দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।