পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী ও কোতোয়ালি থানার পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (২১ মে) নগরীর কর্ণফুলী ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন আব্দুর শুক্কুর, মো. জসিম, মেডিকেল শীল, সাহাব উদ্দিন, জাহাঙ্গীর, মামুনুর রশীদ আসলাম, মঞ্জুর মোর্শেদ মজুমদার শাহিন (৪৯) ও গোলাম আজম মজুমদার শিমুল (৫০)।

কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, কর্ণফুলী থানা এলাকা থেকে আসামি শুক্কুর, জসিম, মেডিকেল, সাহাব, জাহাঙ্গীর ও আসলামকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাকিল আহমেদ জানান, কোতোয়ালি থানা এলাকা থেকে আসামি শাহিন ও শিমুলকে গ্রেপ্তার করা হয়।