কেএমপির মাদকবিরোধী অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১৮৫টি ইয়াবা বড়ি, ২০০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদসহ সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

কেএমপির ২৪ ঘণ্টার অভিযানে মোস্তফা কামাল সোহাগ (৪০), মানিক লাল চৌধুরী (২৫), হাসিব মোল্লা (২৪), রমজান আলী (৪৩), শহিদুল ইসলাম শরীফ ওরফে লুলু (২২), ইমদাদুল শেখ (৪৫) ও নিমাই দেবনাথকে (৪২) মহানগরের বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা করা হয়েছে।