ভাটারা থানায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয় সভায় উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার-এর নির্দেশনায় ভাটারা থানায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভাটারা থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন বাড্ডা জোনের অতিরিক্ত উপকমিশনার হাসানুজ্জামান মোল্যা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।

ভাটারা থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গুলশান ট্রাফিক উত্তরের অতিরিক্ত উপকমিশনার এ.কে.এম সাজ্জাদুল আলম পিপিএম, বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা এবং ভাটারা জোন সিটিএসবির ইনচার্জ আমীর আহম্মদ তারিকসহ অনেকে।

সভা সঞ্চালনা করেন ভাটারা থানার ইন্সপেক্টর (তদন্ত) মাকারিয়াস দাস।

সভায় আরও উপস্থিত ছিলেন ভাটারা থানা কমিউনিটি পুলিশের সভাপতি, স্থানীয় কাউন্সিলর, প্রভাষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটির নেতা ও শিক্ষক প্রতিনিধি, ওয়াসা প্রতিনিধি, বারিধারা সোসাইটির কর্মকর্তা, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, নতুন বাজার পরিবহন মালিক সমিতির সভাপতি, ভাটারা থানা এলাকার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতা, এলাকার প্রভাবশালী ব্যক্তি ও ভাটারা থানার পাঁচ বিটের ইনচার্জরা।