দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ছবি: ইপিএ

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ তুরস্কের সঙ্গে তালেবান জোরদার সম্পর্ক চায় বলে জানিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম সংবাদ সম্মেলনে এ আগ্রহের কথা জানান তালেবান সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রী।

ডেইলি সাবাহর প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুত্তাকি অন্য দেশগুলোর সঙ্গেও সুসম্পর্ক স্থাপনে আগ্রহের কথা জানান।

তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রয়েছে উল্লেখ করে মুত্তাকি বলেন, আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়াবে তুরস্ক, এমনটাই আশা করছে তালেবান।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অবকাঠামো নির্মাণে তুরস্ক সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মুত্তাকি।

আফগানিস্তানে মানবিক পরিস্থিতি নিয়ে জেনেভায় বৈঠকের প্রসঙ্গ টেনে ‍মুত্তাকি জানান, দক্ষিণ এশিয়ার দেশটিতে ১২০ কোটি ডলার সহায়তার যে আশ্বাস দিয়েছে বিভিন্ন রাষ্ট্র, তাকে স্বাগত জানাচ্ছেন তিনি।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, দাতা দেশগুলোকে সহায়তা করবে তালেবান। তাদের কাছ থেকে প্রাপ্ত সাহায্য স্বচ্ছতার সঙ্গে বণ্টন করা হবে।

ওই সময় তিনি আফগানিস্তানের উন্নয়নে সহায়তা করতে এশীয় উন্নয়ন ব্যাংক ও ইসলামি উন্নয়ন ব্যাংকের প্রতি আহ্বান জানান।