পুলিশের ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রে দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গোলাম রব্বানী। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের ভূয়সী প্রশংসা করেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএপি) তিনবারের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. গোলাম রব্বানী। তিনি বলেছেন, পুলিশ কল্যাণ ট্রাস্ট হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই কেন্দ্র মানুষের মনে আশার সঞ্চার করেছে।

সম্প্রতি ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র পরিদর্শনে গিয়ে ডা. গোলাম রব্বানী এ মন্তব্য করেন। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গড়ে তুলেছে এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এখানে রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা। তবে তুলনামূলক অনেক কম খরচে এখানে সেবা পাওয়া যাচ্ছে।

ডা. গোলাম রব্বানী বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মাদকাসক্তিকে বলা হয় ক্রনিক মেন্টাল ডিজঅর্ডার। মাদকাসক্তির কারণে মানুষের হৃদযন্ত্র, যকৃৎ, কিডনিসহ অনেক গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি এই আসক্তির কারণে মানুষের স্নায়ুতন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, মাদকাসক্তির কারণে ব্যক্তির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এই মনোরোগ বিশেষজ্ঞ বলেন, মাদকাসক্ত ব্যক্তি একসময় পারিবারিক, সামাজিক জীবনে বোঝায় পরিণত হয়। এই বোঝা কমাতে, মাদকাসক্তি থেকে মাদকাসক্ত ব্যক্তিকে পুনরুদ্ধার করে তার জীবন সুন্দর করতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)-এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট যে উদ্যোগ গ্রহণ করেছে, তা একটি অনন্য উদাহরণ। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি বিশ্বমানের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। রোগীদের থাকার জন্য, চিত্তবিনোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, মাদকাসক্তি থেকে পুনরুদ্ধারে প্রয়োজনীয় উপকরণ, চিকিৎসা উপকরণ ও লোকবল, কাউন্সেলর এবং নিরাময়ের পর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা- সবই এখানে আছে।’

ডা. গোলাম রব্বানী আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট মহান দায়িত্ব নিয়ে এই নিরাময় কেন্দ্রটি গড়ে তুলেছে, এই কেন্দ্রের পাশে আমি থাকব। তারা যতটুকু সময়ের জন্য আমাকে ডাকবে, আমি রোগীদের সেবা দিয়ে, এই কেন্দ্রকে আরও উন্নত করতে পরামর্শ দিয়ে পাশে থাকব।’