প্রতীকী ছবি

ঢাকা মহানগর এলাকায় পাঁচ দিনব্যাপী সমন্বিত বিশেষ অভিযান চালিয়ে ৭৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, চুরি, ডাকাতি, ছিনতাই, নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ, মাদক, সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং সোশ্যাল/ইলেকট্রনিক/প্রিন্ট মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা প্রতিরোধকল্পে ডিএমপির সব অপরাধ, গোয়েন্দা ও সিটিটিসি বিভাগের সমন্বিত অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গত সোমবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীজুড়ে অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় ২ কেজি ৭৪২.৫ গ্রাম হেরোইন, ৪২ হাজার ৩১২টি ইয়াবা বড়ি, ১২৩ কেজি ৬৬৭ গ্রাম গাঁজা, ৫২৫ বোতল ফেনসিডিল, ১ ক্যান বিয়ার, ১ বোতল বিদেশি মদ, ৫৬ লিটার দেশি মদ, ২৮টি নেশাজাতীয় ট্যাবলেট ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। এ ছাড়া ৫টি চাপাতি, ১২টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি খুর, ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলিও জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮০টি মামলা দায়ের করা হয়েছে।