পুলিশ এসব ট্রলিব্যাগ উদ্ধার করে

জাতীয় পরিষেবা নম্বর ৯৯৯ থেকে তথ্য পেয়ে যশোরের তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ট্রলিব্যাগ উদ্ধার করেছে।

জানা যায়, প্রতিদিনের মতো আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) নিয়মিত মোবাইল ডিউটি করছিলেন কোতোয়ালি মডেল থানাধীন তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. একরামুল হুদাসহ সঙ্গীয় ফোর্স। হঠাৎ সকাল ৭টা ৩৫ মিনিটে বাংলাদেশ পুলিশের জাতীয় পরিষেবা ৯৯৯ থেকে কল আসে। কলার জানায়, তালবাড়িয়া থানার পাঁচবাড়িয়া গ্রামে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পাশে যশোর-মাগুরা মহাসড়কের দিকে কালভার্টের নিচে ধানি জমির ওপর কয়েকটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এসব ব্যাগ স্থানীয় জনসাধারণের মনে ভীতির সঞ্চার করছে।

এমন তথ্যের পরিপ্রেক্ষিতে এসআই একরামুল হুদা তাঁর সঙ্গীয় ফোর্সদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং সকাল ৭টা ৫০ মিনিটে ওই স্থানে গিয়ে দেখতে পান, ধানি জমির ঠিক পাশে এবং ভেতরে বিভিন্ন রঙের ছোট-বড় ছয়টি ট্রলিব্যাগ পড়ে আছে। স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ব্যাগগুলো খুলে দেখা যায়, তার মধ্যে মানুষের ব্যবহৃত কাপড় (যার বেশির ভাই মেয়েদের) আছে।

উদ্ধার করা ছয়টি ট্রলিব্যাগ
৯৯৯ থেকে কল, পুলিশের ছয়টি ট্রলিব্যাগ উদ্ধার

পরে জিডি মূলে সকাল ৮টা ৪৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে পরিত্যক্ত ট্রলিব্যাগগুলো উদ্ধার করে জব্দ করা হয়।