জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে সুন্দরবনে বিকল হয়ে পড়া ইঞ্জিনচালিত নৌকা থেকে ১২ যাত্রীকে উদ্ধার করেছে চাঁদবাই নৌ পুলিশ।

রোববার (২৮ আগস্ট) জাতীয় জরুর সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার (২৭ আগস্ট) বিকেলে আওলাদ নামের এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে জানান, ঢাকার দোহার থেকে ১২ জনের একটি দল সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলা হারবারিয়া ইকো রিসোর্টে ঘুরতে যান তাঁরা। একপর্যায়ে নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর ঝড় শুরু হলে জংলা চরের মতো একটি স্থানে আটকা পড়েন। তাৎক্ষণিকভাবে বিষয়টি খুলনা জোনের নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে অবগত করেন জাতীয় জরুরি সেবার অপারেটর।

চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর হোসেন খান জানান, খবর পেয়ে চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ওই ১২ পর্যটককে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।