সোনাই পাহাড় থেকে উদ্ধারের পর চার তরুণকে জোরারগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে সোনাই পাহাড়ে ঘুরতে গিয়ে নিখোঁজ চার তরুণকে উদ্ধার করেছে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা-পুলিশ।

বুধবার (১৫ মার্চ) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র আদনান সামি ৯৯৯ নম্বরে কল করে জানান, কুমিল্লা থেকে চার বন্ধু মিলে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন সোনাই পাহাড়ের ম্যালুকুম ট্রেইলে ঘুরতে আসেন। ঘোরাঘুরির এক পর্যায়ে তাঁরা পথ হারিয়ে ফেলেন। ঘটনাস্থলে মোবাইল নেটওয়ার্কও ঠিক মতো মিলছিল না। তাঁরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছেন। এমন অবস্থায় তাঁদের উদ্ধার করতে পুলিশের সহায়তা চান।

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ শরীফ জানান, জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জোরারগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর তাঁদের উদ্ধার করা হয়।