জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে বঙ্গোপসাগরে আটকে পড়া ১৮ জন নৌশ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।

জাতীয় জরুরি সেবার জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র আনোয়ার সাত্তার এক বিজ্ঞপ্তিতে জানান, চট্টগ্রামের চাক্তাই থেকে এমভি মদিনা কাশেম নামের একটি ইঞ্জিনচালিত নৌযান ৭ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের উদ্দেশ্যে মালামাল নিয়ে রওনা দেয়। সাগরপথে কুতুবদিয়ার কাছাকাছি পৌঁছার পর সন্ধ্যা ছয়টায় নৌযানটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। আধা ঘণ্টা এভাবে সাগরে ভাসার পর আব্দুল মান্নান নামের এক নৌশ্রমিক ৯৯৯-এ ফোন করে তাঁদের উদ্ধারের অনুরোধ জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফোন পেয়ে ৯৯৯-এর পক্ষ থেকে কুতুবদিয়া ও মহেশখালী থানা এবং নৌবাহিনীর সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষে বিষয়টি জানানো হয়। এরপর কুতুবদিয়া কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল নৌশ্রমিক আব্দুল মান্নানের সঙ্গে যোগাযোগ করে রওনা হয়। পরবর্তীকালে নৌবাহিনীর একটি উদ্ধারকারী দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। অবশেষে উভয় উদ্ধারকারী দলের তৎপরতায় কুতুবদিয়া উপকূলের কাছে বঙ্গোপসাগর থেকে বিকল নৌযান এবং তাতে থাকা ১৮ শ্রমিককে ৭ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে নিরাপদে কুতুবদিয়ায় নেওয়া হয়।