পুলিশের সহায়তায় প্রাণে বাঁচলেন বিষপানে আত্মহত্যা চেষ্টাকারী শরিফ উদ্দীন (৩৫) নামে এক ব্যক্তি। নওগাঁর রাণীনগর থানার বড়বাড়িয়া গ্রামের মৃত মাজেদুর রহমানের ছেলে শরিফ উদ্দীন (৩৫)। পারিবারিক কলহের জের ধরে গত রোববার (১৬ মে) রাত সাড়ে দশটার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

বিষক্রিয়ায় ছটফটরত শরিফ উদ্দীনের অবস্থা দেখে আশেপাশের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে নেয়ার জন্য কোনো যানবাহন পাওয়া যাচ্ছিলো না। পরে স্থানীয়রা ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ সেন্টার থেকে তথ্য পেয়ে রাণীনগর থানা পুলিশ দ্রুত গাড়ি পাঠিয়ে শরিফকে রাণীনগর হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পৌঁছে দেওয়ায় ফলে দ্রুত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠেন শরিফ উদ্দীন। জীবন ফিরে পান। সুস্থ হয়ে সোমবার বাড়ি ফিরেছেন তিনি।

শুধু এক শরীফ উদ্দীনই নয়, এভাবে হাজারো মানুষের বিপদে ও সংকটে বন্ধুর মত হাত বাড়িয়ে তাদের রক্ষা করেন বাংলাদেশ পুলিশের নির্ভীক সদস্যগণ।