টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে সিলেট বিভাগজুড়ে বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এই অবস্থায় উপায়ন্তর না পেয়ে জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করেন বাসভাসী মানুষ। ফোন পেয়ে তাৎক্ষণিক সাড়া দিয়েছে সিলেটের কানাইঘাট থানা-পুলিশ।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জানান, সিলেটের অনেক উপজেলা এখন বন্যাকবলিত। অনেকের বাড়িতে পানি ওঠায় আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। সিলেট জেলা পুলিশ প্রতিনিয়ত উদ্ধার কার্যক্রমের পাশাপাশি ত্রাণ সরবরাহসহ বিনামূল্যে মেডিকেল সেবা দিচ্ছে।

৯৯৯-এ ফোন পেয়ে খাদ্যসামগ্রী নিয়ে বানভাসী মানুষের পাশে কানাইঘাট থানা-পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

এর মধ্যেই চরম খাদ্য সংকটে পড়ে ২০ জুন (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ ফোন করেন কানাইঘাট থানার ঝিংগাবাড়ী ইউনিয়নের বাসিন্দারা। ৯৯৯ থেকে বিষয়টি কানাইঘাট থানা-পুলিশকে জানানো হয়। ফোন পেয়ে রাত সাড়ে ১০টার মধ্যে থানা-পুলিশ ঝিংগাবাড়ী ইউনিয়নের বাসিন্দাদের কাছে টহল ডিউটির মাধ্যমে খাদ্যসামগ্রী পৌঁছায়।