জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯। ছবি: সংগৃহীত

মাছ ধরতে নেমে ড্রেনে আটকে পড়েছিল তিন কিশোর-তরুণ। জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করার পর শ্বাসরুদ্ধকর এক অভিযানে তাদের তিনজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটেছে ৭ জুন (মঙ্গলবার) যশোরের কোতোয়ালি থানা এলাকায়।

উদ্ধার করা তিন কিশোর-তরুণের নাম হৃদয় (১৯), নিরব (১৪) ও নয়ন (১৩)।

ড্রেনে নামার আর কোনো পথ না থাকায় ঢালাই করা ড্রেনের কংক্রিট স্ল্যাব ভাঙার প্রয়োজন হয়ে পড়ে। ছবি: বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, যশোরের কোতোয়ালি থানার তেঁতুলতলা রেলগেট এলাকা থেকে ৭ জুন বেলা সোয়া তিনটার দিকে খালিদ হাসান নামের এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চান।

ড্রেনের ছোট্ট ফোকর দিয়ে হাত বাড়িয়ে দেয় এক কিশোর। ছবি: বাংলাদেশ পুলিশ

খালিদ জানান, সেখানে ড্রেনের ভেতর তিন কিশোর-তরুণ আটকা পড়েছে। তিনি তাদের কান্নাকাটি ও চিৎকার শুনতে পাচ্ছিলেন। ড্রেনের ছোট্ট ফোকর দিয়ে তিনি কান্নারত এক কিশোরকে দেখতে পেয়েছেন। তার থেকে জানতে পেরেছেন, ড্রেনের ভেতর আরও দুই কিশোর-তরুণ রয়েছে।
ছোট্ট ফোকর দিয়ে এক কিশোরের সঙ্গে কথা বলে ভেতরকার পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ছবি: বাংলাদেশ পুলিশ

৯৯৯ কলটেকার কনস্টেবল মোসাম্মৎ ফাতেমা আক্তার তাৎক্ষণিক যশোর ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ জানান। পরে ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন, কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার হালনাগাদ তথ্য নিতে থাকেন।

সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায়। ড্রেনে নামার আর কোনো পথ না থাকায় ঢালাই করা ড্রেনের কংক্রিট স্ল্যাব ভাঙার প্রয়োজন হয়ে পড়ে। এরপর ড্রেনে বিষাক্ত গ্যাস থাকার ঝুঁকি উপেক্ষা করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা নেমে প্রথমে এক তরুণকে উদ্ধার করে। এরপর ড্রেনের ভেতর প্রায় আধা কিলোমিটার দূর থেকে আরও দুই কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ড্রেনটির উচ্চতা সাত ফুট, প্রস্থ তিন ফুট এবং দৈর্ঘ্য দুই কিলোমিটার।

জানা গেছে, কিশোর-তরুণ তিনজন মাছ ধরার জন্য ড্রেনে নেমেছিল। হাঁটতে হাঁটতে একপর্যায়ে অনেক দূর চলে আসার পর অন্ধকার ড্রেনের ভেতর তারা দিক ও পথ হারিয়ে ফেলে।

উদ্ধার তৎপরতার সময় ঢালাই করা ড্রেনের কংক্রিট স্ল্যাব ভাঙে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ছবি: বাংলাদেশ পুলিশ

ফায়ার সার্ভিস দলের নেতৃত্ব দানকারী যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার ৯৯৯-কে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।