অবৈধ জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৮০ কেজি জাটকা জব্দ করেছে। এ সময় ৬ জনকে আটক করা হয়।

নৌ পুলিশ জানায়, ১০ মার্চ মেঘনা এবং এর বিভিন্ন শাখানদীতে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ৮২ লাখ ৫০ হাজার টাকা এবং জাটকার দাম ৫৪ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

আসামিদের মধ্যে দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং চারজনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।