কিশোরগঞ্জ ডিবির হেফাজতে গ্রেপ্তার ৭ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সদর ও ভৈরব থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন রুবেল (২৭), জয় পোদ্দার (২৮), অর্জুন মিয়া (২৮), সাইফুল ইসলাম (৩২), মাজহারুল ইসলাম জুম্মন (৩৫), সাব্বির হোসেন (৩৩) ও নুরে আলম খাঁ (৩৬)।

কিশোরগঞ্জ ডিবির এসআই নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সদর থানাধীন পশ্চিম তারপাশা এলাকায় অভিযান চালিয়ে ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অপরদিকে এসআই মাহমুদুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ওই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ভৈরব উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড-সংলগ্ন মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের সামনে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক থেকে নুরে আলম খাঁকে ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।