হারানো ফোন উদ্ধারের পর তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন ৭ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) খো. ফরিদুল ইসলাম। ছবি: বাংলাদেশ পুলিশ

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৭ এপিবিএন) তৎপরতায় হারানো ফোন ফিরে পেয়েছেন প্রকৃত মালিক। ইউনিটের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) খো. ফরিদুল ইসলাম ৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে উদ্ধার ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।

৭ এপিবিএন, সিলেট (অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ি)-এর ইন্টেলিজেন্স, সাইবার ও অপারেশন টিম জানায়, গত ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ৭ এপিবিএন হারানো মোবাইল ফোনের সিডিআর পর্যালোচনার ভিত্তিতে বর্ণিত ঘটনাস্থলগুলোয় অভিযান পরিচালনা করেছে। এ সময় কুষ্টিয়া থেকে হারানো একটি ফোন উদ্ধার হয়। ওই ফোন হারানোর ঘটনায় কুষ্টিয়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন প্রকৃত মালিক। ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ইউনিটের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) খো. ফরিদুল ইসলাম উদ্ধার ফোনটি মালিকের কাছে হস্তান্তর করেন।