পুলিশের হেফাজতে গ্রেপ্তার তিন আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট (অস্থায়ী সদর দপ্তর খাগড়াছড়ি) এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ সিগারেট উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে তিনজনকে।

জানা গেছে, ৭ এপিবিএনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রাত ৯টা ৫০ মিনিটে খাগড়াছড়ি জেলার সদর খানাধীন ৩ নম্বর পৌর ওয়ার্ডের শান্তিনগর এলাকার একটি টিনশেড বাড়ির ভেতরে অভিযান চালায়।

অভিযানে ৪০০ কার্টন লাল রঙের মন্ড স্ট্রবেরি সিগারেট ও ১ হাজার ৩৯৯ কার্টন সবুজ রঙের মন্ড গ্রিন অ্যাপল সিগারেট উদ্ধার ও তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পরে সিগারেটের কার্টনগুলো সাক্ষীদের সামনে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। উদ্ধার সিগারেটের মূল্য ২৭ লক্ষ ৯৮ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইউসুফ আলী (২১) ও সুবাজ ত্রিপুরা (৪২) ও মো. রুহুল আমিন (৫০)। এ ছাড়া অভিযানের সময় দুজন পালিয়ে যান। তাঁরা হলেন মো. জসিম (৫০) ও মো. আ. হান্নান (৩৫)।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব সিগারেট আনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৭ এপিবিএন অস্থায়ী সদর দপ্তর খাগড়াছড়ির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. খায়রুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ির সদর থানায় একটি মামলা দায়ের করেন।