পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মাদক মামলা ও নাগেশ্বরী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৬ বছর ধরে পলাতক কুখ্যাত এক মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা-পুলিশ।

কচাকাটা থানাধীন চর কৃষ্ণপুর গ্রামে কচাকাটা থানার একটি চৌকস টিম ২২ মে টাঙ্গাইল জেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. নূর হোসেন। তিনি কচাকাটা থানাধীন চর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

মো. নূর হোসেন গত ৬ বছরে গাজীপুর, চন্দ্রা, সাভার, ঢাকা, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় অত্যন্ত গোপনে অবস্থান করে আসছিলেন এবং এক স্থানে দীর্ঘ সময় না থেকে বারবার অবস্থান পরিবর্তন করেন। কচাকাটা থানা-পুলিশ দীর্ঘদিন ধরে গোপন তথ্য সংগ্রহ করে তাঁর অবস্থান নিশ্চিত করে ২২ মে টাঙ্গাইল জেলার সখীপুর থানা-পুলিশের সহযোগিতায় সখীপুর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারি ও চোরাকারবারি নুর হোসেন অত্যন্ত চতুরতা অবলম্বন করে দীর্ঘ ৬ বছর পলাতক থাকলেও কচাকাটা থানা-পুলিশের তৎপরতায় তাঁকে আইনের আওতায় আনা হয়। এতে প্রমাণিত হয়, অপরাধী অপরাধ করে যতই চতুরতা অবলম্বন করুক না কেন, তাকে ধরা পড়তেই হবে। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।