প্রতীকী ছবি

প্রায় ৬ ঘণ্টা ডাউন থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সচল হয়েছে। খবর ডেইলি স্টারের।

গতকাল সোমবার (৪ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় বার্তা আদান-প্রদান বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন সারা বিশ্বের লাখো ব্যবহারকারী।

পরে রাত সাড়ে ৪টার দিকে এক টুইট বার্তায় পুনরায় সার্ভার সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, এক টুইটবার্তায় সার্ভার জটিলতার বিষয়ে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক।

ফেসবুকে প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার বলেন, ফেসবুকের শতভাগ পরিষেবা পেতে আরও কিছু সময় লাগতে পারে।

এ ছাড়া ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ তাদের পরিষেবা চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করে টুইটারে বিবৃতি দিয়েছে।