অবৈধ জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রামের বারআউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ১ লাখ ৯০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১২ জুন) নৌ পুলিশ জানায়, মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ৬৬ লাখ ৫০ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।