উদ্ধার করা ৬টি মোটরসাইকেল।

রাজধানীর দিয়াবাড়ী এলাকা থেকে ৬টি চোরাই মোটরসাইকেলসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাকিব, মো. মশিউর শেখ, মো. ইউনুছ, মো. মমিন ওরফে রনি, মো. আমান উল্লাহ ও অরুণ ভৌমিক।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার দিয়াবাড়ীর খালপাড়-সংলগ্ন ট্রাকস্ট্যান্ডের দক্ষিণ পাশে বিশেষ অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা এসব মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁরা ঢাকা শহরসহ আশপাশ এলাকা থেকে এসব মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন জেলায় কম দামে বিক্রি করেন।

তুরাগ থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।