হারানো ফোন মালিকের কাছে হস্তান্তর করছেন এপিবিএনের এক কর্মকর্তা। ছবি : বাংলাদেশ পুলিশ

৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উত্তরা ইউনিটের তৎপরতায় হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন এক যুবক।

রোববার (১২ মার্চ) ভুক্তভোগীর হাতে মোবাইল ফোনটি হস্তান্তর করা হয়।

৫ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (সাইবার সিকিউরিটি সেল) মুহাম্মদ নুর ইসলাম জানান, মোবাইল ফোন হারানোর ঘটনায় গত ১২ ডিসেম্বর নরসিংদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী হুমায়ুন কবির (২৯)। পরে তিনি ফেসবুকে ৫ এপিবিএনের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি আরও জানান, তদন্তের একপর্যায়ে ৫ এপিবিএনের সাইবার টিম ফোনটির অবস্থান শনাক্ত করে। পরে ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়। হারানো ফোন ফিরে পেয়ে এপিবিএনকে ধন্যবাদ জানান ভুক্তভোগী।