এপিবিএনের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

ঢাকার উত্তরার ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

৫ এপিবিএন সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৮ডিসেম্বর) রাত ১০টার দিকে ৫ এপিবিএনের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম ঢাকার বিমানবন্দর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বিমানবন্দর থানাধীন ঈর্শ্বাল কলোনির মসজিদ সংলগ্ন মাঠের উত্তর গোল পোস্টের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য করছেন। তখন এপিবিএনের টিম সেখানে গিয়ে একজন মাদক কারবারিকে আটক করে এবং তার কাছে থাকা ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেপ্তার মাদক কারবারির নাম মোসা. শিখা (৩০)। তার বাড়ি জামালপুর জেলার বকশিগঞ্জ থানায়। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ হাজার ৯০০ টাকা।

জানা গেছে, মোসা. শিখা ঢাকার বিভিন্ন থানায় ৪টি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।