চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির অভিযানে ৫টি অবৈধ স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুজন। ছবি: পুলিশ নিউজ

চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির অভিযানে প্রায় অর্ধকোটি টাকার পাঁচটি অবৈধ স্বর্ণের বারসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ি জানতে পারে, পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ থেকে পাচারের উদ্দেশ্যে অবৈধ মালামাল (স্বর্ণের বার) একটি সিলভার রঙের প্রাইভেটকারে নিয়ে চুয়াডাঙ্গার দিকে আসছেন দুই ব্যক্তি। সে সংবাদের ভিত্তিতে দ্রুত চুয়াডাঙ্গা পৌরসভার পুরাতন স্টেডিয়ামের প্রবেশমুখে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ওপর চেকপোস্ট বসায় পুলিশ। সে চেকপোস্টে প্রাইভেট কার, স্বর্ণসহ ধরা পড়েন দুজন।

গ্রেপ্তার দুজন হলেন কামরুল হাসান জুয়েল (৩৫) ও আরিফ হোসেন (৪৭)। তাঁদের কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের মূল্য ৪৩ লাখ টাকা।

দুজনের নামে শুক্রবার চুয়াডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।