চাঁদপুর নৌ থানার অভিযানে উদ্ধারকৃত জাল। ছবি: পুলিশ নিউজ

চাঁদপুর নৌ থানার অভিযানে চার লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধারের পাশাপাশি শতাধিক কেজি জাটকা জব্দ করা হয়েছে।

মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় বুধবার অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকা।

উদ্ধারকৃত ১১৫ কেজি জাটকার আনুমানিক মূল্য ৫৭ হাজার ৫০০ টাকা।

অভিযানকালে আটক ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর মাছ স্থানীয় এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়। দুজনের নামে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন।