তাহিরপুর থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার ৪ ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের তাহিরপুর থানা-পুলিশের অভিযানে ২০৩ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাহিরপুর থানাধীন মোদেরগাঁও গুদারাঘাট-সংলগ্ন বালুচর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তাহিরপুর থানার জালালপুর গ্রামের আ. হাসিমের ছেলে দীন ইসলাম (২৪), একই থানার উত্তর মোকশেদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইউনুস আলী (২০), একই গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬), লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (১৯)।

তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ওই ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে মোদেরগাঁও গুদারাঘাট-সংলগ্ন বালুচরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫৩ বোতল Officer’s Choice, ১৪ বোতল McDowells No-1 এবং ৩৬ বোতল AC BLACK নামের মোট ২০৩ বোতল মদ জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।