বাজিতপুর থানা-পুলিশের হেফাজতে ৪ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জের বাজিতপুর থানা-পুলিশের অভিযানে বিদেশি মদসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কৈলাগ কচুয়াখলা গ্রামের পূর্ব পাশে নুন্নির হাওরের শ্মশানঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন বাজিতপুর উপজেলার পাটুলী এলাকার আবুল কাশেমের ছেলে খোকন মিয়া (৪১), পাটুলী শিয়ালদিপাড়ের মৃত বিমল চন্দ্র দাসের ছেলে বিপুল চন্দ্র দাস (২৬), পাটুলী শেখবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে মোছাদ্দেক হোসেন (৪৩) এবং পাটুলী মলিহাটি নতুন শাহপুরের নুর মোহাম্মদ আলীর ছেলে রানা মিয়া (২৮)।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজিতপুর থানার এসআই সোহেল রানা তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ৯১ বোতল বিদেশি মদসহ ওই চারজনকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে মাদক কারবারিরা জানান, তাঁরা পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে বাজিতপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছেন। এ ঘটনায় বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।