কেএমপির খালিশপুর থানার অভিযানে গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা মোটরসাইকেল। কোলাজ: বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানার বিশেষ অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

৯ জুন বিকেলে আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য সুমন মিস্ত্রি (৩৫) ও মো. সবুজকে (৩৩) গ্রেপ্তার করা হয়। পরে ১০ জুন দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন আতাদি গ্রাম থেকে সায়েম মৃধাকে (৩০) গ্রেপ্তার করা হয়।

চোর চক্রের এ তিন সদস্যের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে খালিশপুর থানায় মামলা করা হয়েছে।