ফরিদপুর এসপির কার্যালয়। ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা পুলিশের অভিযানে নিয়মিত মামলার তিন ও ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশনের মাধ্যমে ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে পুলিশ।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে আসামিদের গ্রেপ্তার ও গাড়িগুলোকে জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সালথা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই থানার বাউশখালী গ্রামের পরোয়ানাভুক্ত আসামি লাইলি বেগমকে (৪০) গ্রেপ্তার করে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানা-পুলিশের অভিযানে ওয়ারেন্টের দুই ও নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সদরপুর থানা-পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি মো. আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

ট্রাফিক পুলিশের জরিমানা
ফরিদপুর ট্রাফিক পুলিশ বিভিন্ন গাড়ির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে। এগুলোর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৬টি। এসব গাড়ির মালিকদের কাছ থেকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক পুলিশের অভিযানে জব্দ হয়েছে তিনটি মোটরসাইকেল ও দুটি ইজিবাইক।