জব্দ করা ফেনসিডিল ও প্রাইভেট কার। ছবি: ডিএমপি

রাজধানীর উত্তরা এলাকা থেকে ৪৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

ডিএমপি জানায়, শুক্রবার (৮ এপ্রিল) রাতে উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে আসামি মো. জনি আহমেদকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা হাউস বিল্ডিং এলাকার অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। চেকপোস্ট দেখে গাড়ি রেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন আসামি। পরে ধাওয়া করে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৪৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা শহরে বিক্রি করতেন।

আসামির বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।