ক্যারিয়ারের ৪০০তম গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। প্রিয় বন্ধু জনপ্রিয় ব্রাজিলিয়ান গায়িকা মারিলিয়া মেনদোন্সা কিছুদিন আগে প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছেন, নিজের প্রথম গোলটা তাঁকেই উৎসর্গ করেছেন নেইমার। গোল করেই ক্যামেরার সামনে গিয়ে জার্সি খুলে ভেতরের গেঞ্জি দেখিয়েছেন নেইমার, যেখানে মেনদোন্সার উদ্দেশে লেখা ছিল, ‘আমি আজীবন তোমার ভক্ত থাকব বেদনার রানি! চিরশান্তিতে থেকো এম এম (মারিলিয়া মেনদোন্সা)।’

শনিবার রাতে বোর্দোর বিপক্ষে লিগ ওয়ানে নেইমার-এমবাপ্পে নৈপুণ্যে পিএসজি ম্যাচটি জিতেছে ৩-২ ব্যবধানে।

বোর্দোর মাঠে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। এমবাপ্পের পাস থেকে ২৪ ও ৪৩তম মিনিটে গোল দুটি করেন নেইমার।

কেবল অ্যাসিস্ট করে থেমে থাকেননি ফরাসি ফরোয়ার্ড। ভাইনালদামের পাস থেকে ৬২তম মিনিটে জাল খুঁজে নেন এমবাপ্পেও।

৭৮তম মিনিটে একটি গোল শোধ দেয় বোর্দো। ম্যাচে ফিরতে মরিয়া স্বাগতিকেরা দ্বিতীয় গোল পায় অতিরিক্ত প্রথম মিনিটে। শেষ দিকে রোমাঞ্চ ছড়ালেও সমতায় ফিরতে পারেনি বোর্দো।

ম্যাচের প্রথম গোলটি করে ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন নেইমার। পরের গোলটি তাঁর ৪০১তম।

এই জয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার দুই থাকা লেন্সের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেছে শিরোপা পুনরুদ্ধারে নামা পিএসজি। আর পরের স্থানে থাকা নিঁস ও মার্শেইয়ের চেয়ে ১১ ও ১২ পয়েন্ট এগিয়ে গেল পচেত্তিনোর দল। ১৩ ম্যাচে পিএসজির পয়েন্ট ৩৫।