ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের তিন ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

সার্বক্ষণিক দোকান খোলা রাখতে আবেদনের পর ওই অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

দোকান তিনটি হলো—ডি এস ফার্মেসি, অপু এন্টারপ্রাইজ ও খান জাহান আলী ফার্মেসি।

বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানিয়েছে, ঢাকা মেডিকেল মেডিসিন মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি লুৎফর রহমান খান ২৪ ঘণ্টা দোকান খোলা রাখার আবেদন করেন। তাঁদের বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে শর্ত সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, যাঁরা যথাযথভাবে আবেদন করবেন, তাঁদের আবেদনগুলো পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী অনুমোদন দেওয়া হবে। এ অনুমোদন কার্যক্রম শেষ হবে এক দিনের মধ্যেই।