ডিবি রমনা বিভাগের অভিযানে উদ্ধার হওয়া গাঁজা। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) রমনা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন আসাদ মিয়া, রিফাত হোসেন, শাহেদ চৌধুরী, উজ্জল মিয়া ও টিপু মিয়া।

অভিযানে নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপকমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে জানান, রোববার ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ আসে, কিছু ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে শাহবাগের আব্দুল গনি রোডে সঙ্গীয় ফোর্সসহ অবস্থান নেওয়া হয়। রাত ৯টার দিকে কাঙ্ক্ষিত মাইক্রোবাসটি এলে চেকপোস্ট বসিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের দখলে থাকা মাইক্রোবাসের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

ডিএমপির শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিবির এ কর্মকর্তা।