জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : ডিএমপি নিউজ

ঢাকার গাবতলীতে ৩ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা-পুলিশ। তাঁরা হলেন স্বপন ওরফে রতন বর্মন ও মো. আনোয়ার হোসেন। খবর ডিএমপি নিউজের।

দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার পিপিএম জানান, গতকাল মঙ্গলবার গাবতলী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির এসআই মো. আবু জাফর তালুকদার ফাঁড়ি এলাকায় দায়িত্ব পালনকালে তথ্য পান, টার্মিনালের এসবি লিংক বাস কাউন্টারের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে বিকেল ৪টার দিকে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ রতন বর্মনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, অপর অভিযানে থানার এসআই মো. জুয়েল আহাম্মেদ সঙ্গীয় ফোর্সসহ গাবতলীর আইএফআইসি ব্যাংকের সামনের রাস্তায় রাত ১১টা ৩০ মিনিটের দিকে মো. আনোয়ার হোসেন নামের একজনকে ১ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে দারুস সালাম থানায় পৃথক মামলা হয়েছে।