আরএমপি ডিবির অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আরএমপি নিউজ

মহানগরীতে দুই হাজার ইয়াবা বড়িসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার সাতজন হলেন রাজিব হোসেন (২৭), মো. আশিক (৩০), আশরাফুল আলম (৩৩), ইব্রাহিম হোসেন সাগর (৩৩), নাইম আলী (২৬), সোহাগ সরকার (২৮) ও কাওসার হোসেন রাজু (২৩)।

আরএমপি নিউজের প্রতিবেদনে জানানো হয়, রোববার রাতে আরএমপি ডিবির উপকমিশনার আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপকমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান, এসআই নাদিম উদ্দীন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিল। ওই সময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মতিহার থানার মোহেরচন্ডী বুধপাড়া এলাকায় কাওসার হোসেন রাজুর বাড়িতে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বড়ি ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন।

ওই সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবির ওই টিম রাত পৌনে ১টায় মোহেরচন্ডী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি রাজিব, আশিক, আশরাফুল, ইব্রাহিম, নাইম, সোহাগ ও কাওসারকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে দুজন পালিয়ে যান।

ওই সময় গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের নামে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।