কালীগঞ্জ নৌ পুলিশের উদ্ধার করা অবৈধ জালের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ।

বরিশালের কালীগঞ্জ নৌ ফাঁড়ির পুলিশ প্রায় ২ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চরঘেরা জাল পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে।

কালীগঞ্জ নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম আজ মঙ্গলবার মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল ও ৩০ কেজি মাছ উদ্ধার করে ।

এসব জালের আনুমানিক মূল্য ১ কোটি ৯৫ লাখ টাকা ও মাছের আনুমানিক মূল্য ৯ হাজার টাকা ।

পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়।