অপহৃত এক তরুণীকে (১৯) উদ্ধার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ময়মনসিংহ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারীকে।
গত সোমবার (২০ জানুয়ারি) ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার দুলুয়াবিল তেলের পাম্প এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধার করা হয়।
আসামি মো. জাহাঙ্গীর আলমের (৩৮) বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন মন্ডলসেন এলাকায়। তিনি সম্পর্কে ভুক্তভোগীর দুলাভাই।
২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান জানান, বছর সাতেক আগে ভুক্তভোগীর বোনের সঙ্গে আসামি জাহাঙ্গীরের বিয়ে হয়। সেই সুবাদে ওই তরুণীর বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করতেন এবং তাঁকে কুপ্রস্তাব দিতেন আসামি। রাজি না হওয়ায় জাহাঙ্গীর গোপনে ওই তরুণীর মোবাইল থেকে জিমেইল আইডি ও ফেসবুক আইডির পাসওয়ার্ড সংগ্রহ করেন। এরপর তাঁর আপত্তিকর ছবি নিজের ফোনে নেন। এসব ছবি দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করেন। এ ঘটনায় গত বছরের মে মাসে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, জামিনে মুক্তি পেয়ে ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি দেন জাহাঙ্গীর। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় গত ৯ জানুয়ারি ভুক্তভোগীকে মুক্তাগাছা থানাধীন লক্ষীখোলা এলাকা থেকে অপহরণ করেন জাহাঙ্গীর। এরপর ভুক্তভোগীর বড় বোনকে মামলা তুলে নিতে হুমকি দেন। এ ঘটনায় মুক্তাগাছা থানায় গত ১৫ জানুয়ারি মামলা করেন ভুক্তভোগীর মা।
২ এপিবিএনের অধিনায়ক জানান, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে ২ এপিবিএন। এরপর সোমবার মুক্তাগাছা পৌরসভার দুলুয়াবিল তেলের পাম্প এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধার করা হয়।